রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম জামাল।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমতির সভাপতি মো.মাসুম মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর ররহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, এ্যাডভোকেট জাহিদুল ইসলাম ও অলিউল ইসলাম।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সমিতির সাধার সম্পাদক মো.মেহেদী হাসান, প্রধান শিক্ষক আকতার হোসেন, মো. বাবুল হোসেন, মো.মিজানুর রহমান, খাদিজা আক্তার, সহকারি শিক্ষক ইমরোজ জাহান, রিয়াজুল ইসলাম, মো.গিয়াস উদ্দিন, মো. লিয়াকত হোসেন, মো.কবির হোসেন, মো.মিরাজ হোসেন ও মো. সাইফুল ইসলাম প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো.হুমায়ুন কবির শাহিন।