মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠু মল্লিককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিঠু উপজেলার কাপড়কাঠি এলাকার আনোয়ার মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, একটি মাদক মামলায় আদালত মিঠুকে ৬ মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পরে নলছিটি থানায় কর্মরত এএসআই কাওসার আহমেদ’র নেতৃত্বে একটি টীম তাকে গ্রেপ্তার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।