বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
খুলনা রেলস্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা প্রচার হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে কিছু সময়ের জন্য এটি চলে।
জানা যায়, সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে।’ পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশনে যান। সেখানে তারা এ ঘটনায় বিক্ষোভ করেন।
রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম জানান, ডিজিটাল ব্যানার নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। এছাড়া পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল।
#খুলনা #Khulna