শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম। মুখ্য বক্তা ছিলেন দুদকের পিরোজপুর সমন্বিত জেলার উপসহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা দুপ্রকের সহসভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি সেলিনা বেগম পাপরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, সদস্য সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, শিক্ষার্থী সুদিপ্ত সেন, নওসিন আনজুম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক স্কুল এন্ড কলেজ রানার্স আপ নির্বাচিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন : কাঠালিয়ায় মসজিদের জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মুসল্লীদের মানববন্ধন