শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেস কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে কটুক্তি করার প্রতিবাদে এবং তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার তৌহিদী জনতা।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) আছরবাদ উপজেলার হাজীর হাট থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে লেবুবুনিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার চত্ত্বরে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ করে।
হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের ছবিতে জুতা পিটা করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এসময় দোয়া মোনাজাত করেন বারবাকপুরের বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল আলম।