শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

পানিতে ডুবে কাঠালিয়ার এক শিশুর মৃত্যু

পানিতে ডুবে কাঠালিয়ার এক শিশুর মৃত্যু

কাঠালিয়ায় পানিতে ডু’বে শিশুর মৃ’ত্যু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছিটকী গ্রামের সাদিক নামের এক শিশু নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

আজ ১৩ এপ্রিল দুপুরে রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে নানা হারুন মিয়ার বাড়ীর উঠানে খেলতে ছিলো সাদিক।

খেলার এক পর্যায়ে সে পুকুরে পড়ে নিঁখোজ হয়। পরে স্বজনরা সন্দেহ জনক ভাবে পুকুরে সাদিকের নিথরদেহটি খুঁজে পান।

তাৎক্ষনিক রাজাপুর হাসপাতালে নেয়া হলো কর্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

সাদিকের বাড়ী কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছিটকী গ্রামে। তার বাবা আনোয়ার হোসেন ও মা পাখি বেগম উভয়ে গার্মেন্টস কর্মী।

তাদের একমাত্র সন্তান সাদিককে রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে নানী ও নানার কাছে লালন-পালনের দায়িত্বে দিয়ে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন।

সন্তানের মৃত্যুর খবর শুনে পিতা-মাতা উভয়ই শোকে পাথর হয়ে গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাদিককে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শিশুটির মৃত্যুতে রাজাপুরের পুটিয়াখালী গ্রামের নানা হারুনের বাড়ী ও কাঠালিয়ার ছিটকী গ্রামে বাবা আনোয়ার হোসেনের বাড়ী শোকের মাতম চলছে।

রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, শিশুটির বাবা-মা এলে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য ২৪ ঘন্টার ব্যবধানে কাঠালিয়ায় উপজেলার আওরাবুনিয়া গ্রামের শম্ভু গাইন নামে একটি শিশু সোমবার পুকুরে ডুবে মারা যায়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana