মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে মো. ওয়ালিউর রহমান বিশ্বাস (৪৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিশ্বাসবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ওয়ালিউর রহমান নামের ওই যুবক মাঠে থাকা গরু আনতে যায়। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. পনির হাওলাদার। তিনি বলেন, “বজ্রপাতের সময় মাঠে গরু আনতে গিয়ে ওয়ালিউর রহমান বিশ্বাস মারা গেছেন। আমরা ঘটনাটি পুলিশকে জানিয়েছি।”