রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ের দিন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন রির্টানিং অফিসার ও ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) মো. রুহুল আমিন।
সহকারী রিটার্নিং অফিসার ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন জানান, রবিবার (০৫ মে’২৪) মনোনয়নপত্র বাছাইয়ের দিন রির্টানিং অফিসার ও ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) মো. রুহুল আমিন উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. আবদুল জলিল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, মো. মনিরুজ্জামান গোলদার, এডভোকেট মো. তরিকুল ইসলাম, গৌতম চন্দ্র মন্ডল, মো. রেজাউল করিম সাদ্দাম, সৈয়দ মাইনুল হোসেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, মোসাঃ সাহিদা আক্তার বিন্দু, মোসাঃ শাহানাজ বেগম, শেফালী বেগম, নাজমিন আক্তার তুলির মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন।
এদিকে সহকারী রিটার্নিং অফিসার ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আরো জানান, ৬-৮ মে মনোনয়নপত্র বাচাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধ আপিল দায়ের, ৯-১১ মে আপিল নিষ্পত্তি, ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১৩ মে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ এবং ২৯ মে কাঠালিয়া উপজেলার সবকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।