সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপু (৫২) কে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শহরের কলেজ মোড় এলাকায় ভাই ভাই হোটেলের সামনে থেকে ডিবি পুলিশের এসআই মজিবর রহমান ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
আটককৃত তপু সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরঙ্গল এলাকার মৃতঃ গোপাল চন্দ্র দাসের ছেলে। তিনি ওই এলাকার ডাক বিভাগের গরঙ্গল গ্রামীন ডাক ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন। গত ১৫ সেপ্টেম্বর ৩০ পিস ইয়াবাসহ পোষ্ট অফিস রুম থেকে তাকে আটক করেছিলো ডিবি পুলিশের এসআই সুবর্ণ চন্দ্র দে। তার বিরুদ্ধে মাদকসহ বেশ কয়েটি মামলা ছিলো। রাতেই তপন কুমার দাসকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তপুকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ঝালকাঠি আদালত প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।