রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
বামনা প্রতিনিধিঃ
শিক্ষা সংস্কৃতি কর্মসূচী, শিক্ষা সহায়তা ও বার্ষিকণ শ্রেষ্ঠ শিক্ষার্থী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফারিয়া লারা ফাউন্ডেশন এর আয়োজনে বরগুনার বামনা উপজেলার হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের অডিটোরিয়াম রুমে প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তিন জনকে নির্বাচিত করা হয় এবং তাদের সম্মাননা সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও প্রাথমিকে ৬ জন, মাধ্যমিকে ১৫ জন, এইচএসসিতে ১৫ জন, সহ আরো শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের সনদসহ আর্থিক সহায়তা প্রধান করেন ফারিয়ালারা ফাউন্ডেশন সংগঠনটি ।
হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায়, মোঃ শফিকুল ইসলাম টুকু অধ্যক্ষ হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ এর সভাপতিত্বে,
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, প্রতিষ্ঠাতা হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ।
বিশেষ অতিথি: জনাব মোঃ আলমগীর হোসেন অধ্যক্ষ মিরুখালী স্কুল এন্ড কলেজ। জনাব, আলমগীর হোসেন অধ্যক্ষ সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ। মোঃ শহিদুল ইসলাম উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, ফেরদৌস রহমান মেডিকেল অফিসার মঠবাড়িয়া সাস্থ কমপ্লেক্স। এছাড়াও কামাল হোসেন তালুকদার, প্রধান শিক্ষক হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়, চিত্তরঞ্জন শীল, সাবেক সভাপতি বরগুনা প্রেসক্লাব।
এ সময় ভক্তারা সকল শিক্ষার্থীদের উচ্চশিক্ষিত হয়ে নিজেকে সমাজ এবং জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশা করেন।