শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

কাঠালিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষয়ায় জিপিএ-৫ পেয়েছে ৩৬ শিক্ষার্থী

কাঠালিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষয়ায় জিপিএ-৫ পেয়েছে ৩৬ শিক্ষার্থী

কাঠালিয়ায় যে প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ
ছবি : ইন্টারনেট থেকে নেওয়া।

স্টাফ রিপোর্টার:

ঝালকাঠির কাঠালিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৬ শিক্ষার্থী। এর মধ্যে কলেজ পর্যায় (এইচএসসি) ৩০ শিক্ষার্থী ও মাদ্রাসা পর্যায় (আলিম) ০৬ জন শিক্ষার্থী এ জিপিএ-৫ অর্জন করে।

আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ১৫ শিক্ষার্থী, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ০৯ শিক্ষার্থী এবং মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের ০৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে আলিমে ছিটকি নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ৩ জন, তালগাছিয়া সিনিয়র মাদ্রাসা ২জন এবং কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসা থেকে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এর আগে আজ রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের শিক্ষামন্ত্রীর এ সংবাদ সস্মেলন হচ্ছে।

এদিকে চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী। গতবারের পরীক্ষায় পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। রোববার সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana