রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
লেবানন সীমান্তে অ্যান্টি ট্যাংক মিসাইলের আঘাতে এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত সেনা কর্মকর্তার পদবি ছিল স্টাফ সার্জেন্ট (রিজার্ভ)। তার নাম ওমর বালভা, বয়স ২২। তিনি হার্জলিয়ার আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩তম ব্যাটালিয়নের একজন কমান্ডার ছিলেন।
বালভা আমেরিকা-ইসরায়েলের দ্বৈত নাগরিক ছিলেন। তারা বাবা-মা ইসরায়েলি। তিনি ম্যারিল্যান্ডের রকভিলে বেড়ে ওঠেন। তিনি ইসরায়েলে আইডিএফে যোগদান করেন।
আইডিএফ জানায়, দক্ষিণ লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর হামলা রুখে দিতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এদিকে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে অনবরত রকেট ও মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে অ্যান্টি ট্যাংক মিসাইল।
শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, আইডিএফ যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে তারা ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা রক্ষায় যেটা করা দরকার সেটাই করবে।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইওয়াভ গ্যালান্ট বলেন, লেবানিজ দল হিজবুল্লাহ ইতোমধ্যেই তাদের হামলার কারণে চরম মূল্য শোধ করছে।