সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার টাকা সহ ব্যাগ উদ্ধার করলো পুলিশ

ঝালকাঠিতে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার টাকা সহ ব্যাগ উদ্ধার করলো পুলিশ

ঝালকাঠিতে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার টাকা সহ ব্যাগ উদ্ধার করলো পুলিশ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে এক নারীর হারিয়ে যাওয়া স্বর্ণালংকার, টাকা সহ একটি ব্যাগ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। রাতেই ওই নারীর উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বালীগ্রাম এলাকার আবুল হোসেন কাজীর স্ত্রী মোহসিনা আক্তার নলছিটির দরগাবাড়ী – শিমুলতলার রাস্তা দিয়ে অটোরিকশায় করে যাওয়ার সময় তার সাথে থাকা ব্যাগটি পড়ে যায়। খেজুরতলা যাওয়ার পরে দেখে তার ব্যাগ নাই । অনেক খোঁজাখুজি করে ব্যাগ না পেয়ে নলছিটি থানায় এসে বিষয়টি পুলিশকে জানান।

নলছিটি থানার এস আই শহিদুল আলম, এএসআই কাওসার আহমেদ সিদ্দিকী সহ পুলিশ গিয়ে এলাকায় জিজ্ঞাসাবাদ করে জুরকাঠি এলাকার একটি বাড়ি থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটিতে দুইটি স্বর্ণের হাতের রুলী, স্বর্ণের ছয়টি আংটি ও একটি রুপার চেইন, একটি নাকফুল ও নগদ ৬,৩০০ শত টাকা ছিলো। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, বিকালে ওই নারী এসে পুলিশকে জানালে পুলিশ সাথে সাথে গিয়ে ব্যাগটি জুরকাঠি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে। পরে ওই নারীর উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana