শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুন বুধবার বিকাল ৪টায় কাঠালিয়া সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জমইয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস মিয়া, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ খাইরুল আমিন ছগির, মাওলানা মোঃ মুজামমেলুল হক, মাওলানা মোঃ মোতালিব মিয়া, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মোঃ আল-আমিন, প্রভাষক মোঃ ছালে মিয়া, মনিরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন প্রমূখ।
বক্তারা, বিশ্ব মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এ সময় বক্তারা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবি জানান, একই সাথে ভারতীয় সকল পন্য বর্জনের আহবান জানান। ভারত সরকারকে দুষি বিজেপি’র দুই নেতাকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে এলাকার সর্বস্তরের মুসুল্লিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে কুটিক্তকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।