রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
স্বাধিনতা শিক্ষক পরিষদ স্বাশিব’র বরিশাল বিভাগীয় সম্মেলন ও ইএফটির মাধ্যমে কল্যান ট্রাষ্টের অর্থ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় বরিশাল সিটি কলেজ প্রাংগনে স্বাশিব বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মোঃ মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহজাহান আলম সাজু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মামুন-অর-রশীদ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সভাপতি মিজানুর রহমান জসিম সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রসা সহ বিভিন্ন জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
বক্তারা মুজিব বর্ষের মধ্যেই বেসরকারী শিক্ষকদের জাতীয়করণ সহ সকল দাবী বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান। সভায় প্রধান অতিথী শিক্ষকদের কল্যান ট্রাষ্টের মাঝে ৩ কোটি ৯২ লক্ষাধিক টাকা বিতরণের শুভ উদ্বোধন ঘোষনা করেন।