সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
রেলব্রিজের ওপর ঝুলছিল একটি হাত। তার পাশেই পড়েছিল মোবাইল, মানিব্যাগ।
রোববার (১৭ জুলাই) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলব্রিজের ওপরের এ দৃশ্য দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চেষ্টায় প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয় মেহেদী হাসান (১৫) নামের এক কিশোরের মরদেহ।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ৭০৫ নম্বর ট্রেনে কাটা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
ধারণা করা হচ্ছে, সেতুর গার্ডারে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় মেহেদী। এসময় বিচ্ছিন্ন হয়ে যায় তার একটি হাত।
নিহত মেহেদী হাসান পঞ্চগড় সদর উপজেলার কানাপাড়া হাফেজিয়াবাদ রাজমহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে লাশ উদ্ধার সম্ভব হয়নি।
পরে রাজশাহী ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে সোমবার (১৮ জুলাই) সকালে সেখানকার ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১৪ ঘণ্টা পর লাশটি উদ্ধার করে।
শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।