রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্দি ও গলাব্যথা কমাবে এই চা

সর্দি ও গলাব্যথা কমাবে এই চা

সর্দি ও গলাব্যথা কমাবে এই চা

মধু ও লেবুর রস মেশানো গরম-গরম চাসর্দি ও গলাব্যথা কমাবে। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ।

উপকরণ: পানি ১ কাপ, চা–পাতা আধা চা-চামচ, মধু ১ টেবিল চামচ, লেবুর রস প্রয়োজনমতো।

প্রণালি: প্রথমে পানি ফুটিয়ে চা–পাতা দিয়ে চুলা বন্ধ করে দিন। ২০–৩০ সেকেন্ড পর চা–পাতা ছেঁকে নিতে হবে। এবার মধু ও লেবুর রস মেশান। গরম-গরম পরিবেশন করুন।

সর্দি ও গলাব্যথার জন্য এই চা খুবই উপকারী।

আরও পড়ুন : চায়ের সঙ্গেই ধূমপান? বিপদ ডেকে আনছেন আপনি

চা বলতে সচরাচর সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বোঝায় যা চাপাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরী করা হয়। চা গাছ থেকে চা পাতা পাওয়া যায়। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস। চা পাতা কার্যত চা গাছের পাতা, পর্ব ও মুকুলের একটি কৃষিজাত পণ্য যা বিভিন্ন উপায়ে প্রস্তুত করা হয়। সর্বোচ্চ চা রপ্তানিকারক দেশ হলো চীন।ইংরেজিতে চায়ের প্রতিশব্দ হলো টি (tea)। গ্রিকদেবী থিয়ার নামানুসারে এরূপ নামকরণ করা হয়েছিল। চীনে ‘টি’-এর উচ্চারণ ছিল ‘চি’। পরে হয়ে যায় ‘চা’।

পানির পরেই চা বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয়। এর একধরনের স্নিগ্ধ, প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে এবং অনেকেই এটি উপভোগ করে। প্রস্তুত করার প্রক্রিয়া অনুসারে চা-কে পাঁচটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। যেমন – কালো চা, সবুজ চা, ইষ্টক চা, উলং বা ওলোং চা এবং প্যারাগুয়ে চা। এছাড়াও, সাদা চা, হলুদ চা, পুয়ের চা-সহ আরো বিভিন্ন ধরনের চা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana