শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলাকে সংঘাত ও সহিংসতামুক্ত রাখতে সম্প্রীতি রক্ষায় ও সহিসংতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সভাকক্ষে উপজেলা পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) আয়োজনে এক সভায় ১৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওর্য়াক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সুজন উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক (সমকাল) ফারুক হোসেন খান।
কমিটির সদস্যরা হলেন, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওর্য়াক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সুজন উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক (সমকাল) ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.জালালুর রহমান আকন, উপজেলা সুজন সভাপতি ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক অধ্যাপক মো.আবদুল হালিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, সাবেক অধ্যাপক মো.রুস্তম আলী খান, জেলা পরিষদের সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম মন্ডল, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক খগেন্দ্র ভুষন দাস, বীরমুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো.জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সোহাগ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাজমিন তুলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.হাসিব ভুট্রো, শিক্ষক নেতা মো.হাবিবুর রহমান ও ইয়ুথ লিডার সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর।