বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এর ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ নেতা তরুন সিকদার। আজ শনিবার (১৩ আগস্ট ) বিকালে তরুন সিকদারের নিজস্ব কার্যালয়ে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আওয়ামী লীগ নেতা তরুন সিকদার জানান, সাংসদ বজলুল হক হারুন কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় ২০১৯-২০২২ সময়ে ব্যাপক উন্নায়ন অব্যাহত রেখেছেন। বিশেষ করে রাজাপুর-কাঠালিয়া-আমুয়া সড়ক, আমুয়া ব্রীজ, কাঠালিয়া-ভান্ডারিয়া সড়ক, কৈখালী সিকদার হাট সড়ক-ব্রীজ, তফসেরের ব্রীজ, শৌলজালিয়া-সেন্টারের হাট- দোগনা সড়ক, কচুয়া ফেরিঘাট-বিনাপানি সড়ক, বিভিন্নস্থানে অস্যখ্য ব্রীজ, কালর্ভাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নায়ন, কম্পিউটার ল্যাব ও স্কুল, কলেজ ও মাদ্রাসায় শহীদ মিনার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চলমান রয়েছে। যা পার্শ্ববর্তী অন্যান্য উপজেলার উন্নায়ন দেখলেই বোঝা যায় যে, কাঠালিয়ায় অনেক বেশী উন্নয়ন হচ্ছে বলে দাবী করেন এ নেতা। এমপি সাহেবের এ দৃশ্যমান উন্নয়ন দক্ষিনাঞ্চলে ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
তার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে একটি মহল বিরোধীতা করছেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৩ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত ৮ দিন কাঠালিয়া রাজাপুরের বিভিন্ন উন্নয়ন মূলক পরিদর্শন করবেন। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, নির্বাহী সদস্য সাংবাদিক আঃ হালিম, খাইরুল আমিন ছগির, মোঃ সাকিবুজ্জামান সবুর, সরোয়ার সিকদার, এইচ নাসির উদ্দিন আকাশ, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম।