রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
কাঠালিয়ার শৌলজালিয়ার ২নং কচুয়া ওয়ার্ডে সাংবাদিক নাসির উদ্দিন আকাশ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তিনি মোরক প্রতীক নিয়ে ৪শ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়।
তার নিকটতম প্রতিদ্বন্ধী তোফাজ্জল হোসেন খলিফা (টিউবওয়েল) পেয়েছেন ২৫৯ ভোট।
অপর প্রার্থী সাবেক মেম্বর খন্দকার নাজির আহম্মেদ (আপেল) নিয়ে পেয়েছেন ২৫৩ ভোট এবং বর্তমান মেম্বর খবির হোসেন খানের সহধর্মীনি নাজমা বেগম (ফুটবল) নিয়ে পেয়েছেন ১৪২ ভোট।
এ ওয়ার্ডে নাসির উদ্দিন আকাশসহ ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।
এইচ এম নাসির উদ্দিন আকাশ জানান, বিগত দিনে মেম্বরদের কাছ থেকে সরকারি – বেসরকারি সাহায্যের জন্য মোটা অংকেট টাকা দিতে হতো।
তাই গরীব ও মেহনতি মানুষের কথা চিন্তা করে আমি নির্বাচনে প্রার্থী হই। আমার এলাকার মানুষ আমাকে ভালোবেসে মেম্বর বানিয়েছেন।
আমি তাদের সুঃখ দুখে সবসময় পাশে থাকবো। আমাকে যারা মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। এবং আমার সহকর্মী সাংবাদিক ভাই সহ যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে শুভেচ্ছা জানাই।