শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক মে দিবসে ঝালকাঠির কাঠালিয়ায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
আজ ১ মে সোমবার বিকালে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া উনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ কাওসার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন খান প্রমূখ।
বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সকল পেসার মালিকদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।