সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঝালকাঠির রাজাপুর উপজেলার চারটি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন ও সদস্য সচিব রফিক মৃধা এই কমিটির অনুমোদন দেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন ও সদস্য সচিব রফিক মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, ২নং শুক্তাগড়, ৩নং রাজাপুর, ৪নং গালুয়া ও ৬নং মঠবাড়ি এই চারটি ইউনিয়ন এর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২নং শুক্তাগড় ইউনিয়ন এর সভাপতি ফেরদৌস রিপন ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ বাবু সহ ২০সদস্য বিশিষ্ট, ৩নং রাজাপুর সদর ইউনিয়ন এর সভাপতি শেখ শাহারিয়ার ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান সহ২৫ সদস্য বিশিষ্ট, ৪নং গালুয়া ইউনিয়ন এর সভাপতি ইয়াসির আরাফাত ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেন সহ ২৬ সদস্য বিশিষ্ট, ৬নং মঠবাড়ি ইউনিয়ন এর সভাপতি পলাশ মৃধা ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম খাইরুল সহ ৩১ সদস্য বিশিষ্ট করে, এই চারটি ইউনিয়ন এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দেয় উপজেলা ছাত্রদল।