ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” হিসাবে আশ্রয়ন প্রকল্পের ৩০টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১জুলাই) মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালী যুক্ত হয়ে সুবিধা বঞ্চিত ভূমি ও গৃহহীন মানুষের মাঝে উপহার ঘর হস্তান্তরের শুভ উদ্ধোধন করেন। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায় ২য় ধাপে রাজাপুর উপজেলায় ৩০টি পরিবারের মাঝে ২শতক জমি সহ নবনির্মিত সেমি পাকা ঘরের দলিল তুলে দেয়া হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামন, সহকারী পুলিস সুপার রাজাপুর সার্কেল মো. মাসুদ রানা, রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজাপুর উপজেলায় ১ম পর্যায়ে ৩৩৩টি, ২য় পর্যায়ে ৩৭ টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ৫০ টি মোট ৪২০ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।