বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চীনাবাদাম, মুগ, মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার তিনশত ত্রিশজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে এর উদ্ভোধন করা হয়৷ উপজেলা কৃষি অফিসার মোসা: শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম কুমার সহ অনেকে।
উপস্থিত প্রত্যেক কৃষক ও কৃষাণীর মাঝে বিভিন্ন প্রকারের বীজ ও সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ছয় ইউনিয়নের ১ হাজার ৩’শ ত্রিশজন চাষীর মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।