বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এর ঝালকাঠির রাজাপুর উপজেলা কমিটির (১২০৬৮) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে থানা রোডস্থ সমিতি ভবনের হলরুমে উপজেলা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমিতির উপজেলা সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির। সমিতির সাধারণ সম্পাদক মোবাশ্বর হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়ালি উল ইসলাম। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ৷