বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রাম থেকে মাইনুল ইসলাম রুমণ শিকদারকে মাদকসহ আটক করেছে পুলিশ। শনিবার সকালে ওই গ্রামের নিজবাড়ির সামনা থেকে তাকে আটক করা হয়। এসময় ২শ গ্রাম গাজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রুমন পুটিয়াখালি গ্রামের মুনসুর সিকদারের ছেলে। রাজাপুর থানার এসআই শাহ আলম জানান, রুমন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় রুমনকে ২শ গ্রাম গাজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।তার নামে মাদক নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি হয়ে মামলা রুজু করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।