বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ সহ অনেকে।
এর আগে দুপুর ১২ টার দিকে উপজেলা বাজার রোড এলাকায় মোকাম্মেল শপিং কমপ্লেক্স মার্কেটে জাতীয় মহিলা সংস্থার আওতায় বাছাইকৃত পাঁচজন উদ্যোক্তাদের দেওয়া পাঁচটি দোকান উদ্ভোধন করেন পরে তাদের নিজস্ব তৈরী বিভিন্ন পণ্যসামগ্রীর প্রদর্শনী গুরে দেখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।