বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলবুনিয়া আমেনা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ দÐ প্রদান করেন। এ সময় ড্রেজার মেশিনসহ একটি বালুর জাহাজ জব্দ করা হয়।
দÐপ্রাপ্তরা হলো উপজেলার পূর্বফুলহার গ্রামের মো. নুরুল ইসলাম জম্মাদারের ছেলে মো. মহিদুল ইসলাম (৩৫) ও মো. মহিবুর রহমান (৪২), মোড়লগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন বলেন, তিন ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।