শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
‘বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির রাজাপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে বিতরণের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) অনুজা মÐল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, নির্বাচন কর্মকর্তা মো. আবু ইউসুব, পল্লীবিদুতের এজিএম রাজন কুমারদাস, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমডি আবুল বাসার তালুকদার প্রমূখ।