সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
কোভিড-১৯ মোকাবেলায় ঝালকাঠির রাজাপুরে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ করেছে রাজাপুর থানা পুলিশ।
রোববার (২১ মার্চ) সকালে প্রেসক্লাব চত্বরে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় রাস্তায় চলাচল করা সাধারন মানুষ, রিক্সা চালক, অটোচালক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন অতিথিবৃন্দ।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর প্রেসক্লাব’র সভাপতি মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান সহ স্থানীয় সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।