বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে চিংড়ি মাছের সাথে বিষাক্ত জেলি মিশিয়ে বিক্রয়ের অপরাধে এক বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন।
এ সময় জেলি মিশানো ১০ কেজি মাছ জব্দ করে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত হলো উপজেলার বড় গালুয়া এলাকার মৃত রত্তন আলী খানের ছেলে মো. আলম খান (৫৫)।