বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসার ৩১৩জন আজীবন সদস্য সম্মেলন ও নূরানী বিভাগের নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় ভবন উদ্বোধন এবং জুম্মাবাদ সদস্য সম্মেলন করা হয়। মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা আব্দুর গফ্ফার খান ও সাধারণ সম্পাদক সৈয়দ জিয়া উদ্দিন মিজান এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী, কর্ণেল মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী মো. গোলাম আজম সৈকত, গালুয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুর রহিম খান, মাওলানা আব্দুস ছত্তর সাহেবসহ অতিথি ও কমিটির সদস্যরা।
এসময় তারা বলেন, মাদ্রাসাটি উন্নয়নের জন্য আগামী ৫ বছরের মধ্যে দায়রা হাদিস পর্যন্ত ক্লাস চালু করাসহ বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে।