শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ” এ শ্লোগানকে সামনে রেখে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সুজনের আয়োজনে কেন্দ্রিয় কর্মসুচীর সুচীর অংশ হিসেবে শনিবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ব্যানারে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
মানববন্ধনে রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে তাঁদের অবস্থান পরিবর্তন করে, সমঝোতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা। তা না হলে দেশে সাংঘর্ষিক পরিস্থিতি ও দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যেতে পারে। এ থেকে পরিত্রানের পথ রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতা।
আরও পড়ুন : কাঠালিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ ও লাইনম্যানের মৃত্যু
এতে সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক মো. আবদুল হালিম।
সুজন সাধারন সম্পাদক ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খানের সঞ্চালনায় ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন সাবেক জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু, বীরমুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন মৃধা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসিব ভুট্রো, সামাজিক আন্দোলন কাঠালিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি অমিত হাসান তুহিন সিকদার, বেতাগী উপজেলা সুজন সম্পাদক ও বেতাগী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মহসিন খান, সংরক্ষিত নারী সদস্য পিয়ারা বেগম, সুজন মহিলা সম্পাদক সাংবাদিক ইসরাত জাহান রুমা, সাবেক বিজিবি অফিসার মো. শাহআলম খান, সাংবাদিক মো. জাহিদুল ইসলাম, মো. জুয়েল মাসুম, শিক্ষক আবদুর রহিম, সমাজ সেবক আবুল সালেহ সোহাগ, মুসফিকিকুর রহমান মিশু, মো. সালেক তালুকদার ও তানভির আহমেদ প্রমূখ।