শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে উপজেলার মরিবুনিয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান (৪২) ও একই কেন্দ্রের লাইনম্যান মো. মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন । আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নেয়ামপুরা গ্রামের মোল্লাহার হাট বাজারে এ ঘটনা ঘটে। মৃত মো. মিজানুর রহমান এর বাড়ি পটুয়াখালী জেলায় এবং মনির হোসেনের বাড়ি কাঠালিয়ার বানাই গ্রামে।
জানাযায়, আজ বুধবার বিকেল ৫টার দিকে তারা দুইজন নেয়ামতপুরা গ্রামের মোল্লার হাটে বিদ্যুতের ছিড়ে পড়া লাইন মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করে তারা বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমা রানী সরকার তাদের মৃত ঘোষনা করেন। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে।