বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দুই ভাইসহ ৩ যুবকের নামে আদালতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দিযে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১ টার দিকে পশ্চিম রাজাপুর গ্রামের শ্যানেরতাল্লুক মিলবাড়ি এলাকায় রাজাপুর-লেবুবুনিয়া সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই এলাকার জালাল উদ্দিন খান, বারেক খলিফা, বকুল বেগম ও কবিতা বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার দিন ওই এলাকার ফারুক খলিফার স্ত্রী ও মেয়ের সাথে শফিক ও কবিতার সাথে পূর্ব বিরোধের জের ধরে কথাকাটাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
তাঁরা হাসপাতালে চিকিৎসাও নেন। তখন কোন পুরুষ লোক ছিল না কিন্তু ঘটনার ২দিনপর ফারুক খলিফা বাদি হয়ে তার মেয়েকে ভিকটিম করে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। তাই দ্রঁত এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা। এ অভিযোগের বিষয়ে মামলার বাদি ফারুক খলিফার কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, মামলা দায়েরের পর থেকেই বিবাদীগন তাক মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন ও সত্য ঘটনাক আড়াল করতেই তারা নানা অপ তৎপরতা শুরু করেছে।