শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
বিজয় দিবস উপলক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের নেতৃতে বিজয় র্যালীটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদর্শন করে।
এতে অংশগ্রণ করেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মোঃ ফজলুল হক মৃধা, ছালে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিযন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।