মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি:
বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তাদেরও রয়েছে বিশ^াস ও প্রতিভা। সেই প্রতিভা বিকাশের মাধ্যমে, অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো তাদেরও সমাজে বসবাসের অধিকার রয়েছে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (১৭ নভেম্বর) ভান্ডারিয়া সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-বিনোদন ও পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে স্থানীয় খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন (কে.জি) স্কুল মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে গত ৫আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যূথ¥ানে নিহতদের রুহের মাগফিরাত কামনা ১মিনিটি নিরবতা পালন করা হয়।
দ্বিতীয় পর্বে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ৯টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় ২০৫জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও অভিভাবকদের জন্য ছিলো বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা।
পিরোজপুর জেলা ক্রীড়া অফিসার মো. সাপাতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন আরাফাত রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রিয়ংবদা ভট্টাচার্য, সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র কির্তনীয়া, খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ, ঢাকা এর ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকর্তা ও ট্রের্নিং ইন্সট্রাক্টর মো.ইকবাল হোসেন হিমেল প্রমূখ।
পরে বিজয়ী ও অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।