বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় পৌর অডিটোরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসিফ জামাল খান।
প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম আপেল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক নবীন, এক নম্বর সদস্য মোহাম্মদ আশরাফুল আলম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায় শহীদ, বাবু প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তথ্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের কাঠামো আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।