মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত

বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত

বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত

বামনা প্রতিনিধিঃ

উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার তাগিদে ১২ নভেম্বর চাই উপকূল দিবস। এই স্লোগানকে সামনে রেখে বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালন করা হয়। এতে বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিষখালী পত্রিকার সম্পাদক মোঃ ছালাম সিদ্দিকী। এছাড়াও অন্যান্য সাংবাদিক বৃন্দ ও এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষার্থীরা। প্রথমে একটি বর্নাঢ্য রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, প্রেসক্লাব চত্বরে এসে মিলিত হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর উপকূল দিবস এটাই উপকূলবাসীর কাছে নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন। কারণ, ১৯৭০ সালের এই দিনে উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত হয়েছিল পুরো উপকূল।
১৯৭০ সালের এ দিনে মহা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বরগুনা – ভোলাসহ উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
লাখো মানুষ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রান হারায়। সেই ভয়াবহ স্মৃতি নিয়ে আজও বেচেঁ আছেন অনেকই। স্বজন হারানোর সেই বেদনা আজও যেন বুকে নিয়ে মরনোত্তর বেচে আছে কেউ কেউ। উত্তাল পায়রা, বিষখালী, বলেশ্বরসহ উপকূলীয় নদ- নদী আর তাদের শাখা, প্রশাখাগুলো রুপান্তরিত হয়েছিল লাশের মিছিলে। ঝড়ের আঘাতে লন্ড ভন্ড হয়েছিল পুরো উপকূলীয় এলাকা। মরণ পূরীতে রূপ নেয় পুরো দক্ষিণ অঞ্চল। ১৯৭০ সালের ১২ নভেম্বর সন্ধ্যা থেকে ১৩ নভেম্বর ভোর পর্যন্ত ঘূর্ণিঝড়টি ঘন্টায় সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছিল।
এ পর্যন্ত ইউকিপিডিয়ার রেকর্ডকৃত ঘূর্ণিঝড়সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ংকরতম প্রাকৃতিক দুর্যোগের একটি।

দেশের অর্থনীতির উন্নয়ন, নিরাপদ খাদ্য প্রবাহ এবং জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় উপকূলীয় এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সে অনুযায়ী উপকূলকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায়, নেই কার্যকর পদক্ষেপ। ১৯৭০ সালে ১২ নভেম্বরের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানীর ঘটনাটি জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) পৃথিবীর ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তালিকাভুক্ত করেছে।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বিশ্বের পাঁচ ধরনের ভয়াবহ প্রাণণঘাতি আবহাওয়া ঘটনার শীর্ষ তালিকায় বাংলাদেশের ৭০ এর ভয়াল ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়টিকে পৃথিবীর ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতি ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করেছে। এই পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana