সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে কাঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে কাঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে কাঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

বার্তা ডেস্ক:

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে ঝালকাঠির কাঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ স্ট্রাইকের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (বিএসবি)। এতে পরিবেশ সচেতন শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসময় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এং কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন গ্লোগানের সাথে মিছিল করেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (বিএসবি) এর পরিচালক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাজিদ মাহমুদ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মেহেদী হাসান, শিক্ষার্থী রাইসা আক্তার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana