শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়ির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ মনিবুর রহমান পরশ, মোঃ নজরুল ইসলাম গাজী, মোঃ বাদল হাওলাদার, মোঃ রবিউর ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, আইন বিষয়ক সম্পাদক মোঃ সরোয়ার সিকদার, কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদন মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক নজরুল পঞ্চায়েত, কাঠালিয়া সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক বেপারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশনেন।
পরে কাঠালয়িা সদর ইউনয়িন পরষিদ চত্বরে উপস্থতি নেতৃবৃন্দ দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ জানান।
একওই সময় উপজেলার চেঁচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।