মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

বামনায় মুনাঈমকে যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখার দাবি নেতা কর্মীদের

বামনায় মুনাঈমকে যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখার দাবি নেতা কর্মীদের

বামনায় মুনাঈমকে যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখার দাবি নেতা কর্মীদের

শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা জেলার বামনা উপজেলায় দীর্ঘ ৬ বছর পর ০৭ অক্টোবর শনিবার বরগুনা জেলার বামনা উপজেলায় অনুষ্ঠিত যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে ছিল নেতা কর্মীদের মণে উৎসবের আমেজ। এযেন বছর গুরে ঈদ এছেসে।

সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে। আর আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

শনিবার (৭ অক্টোবর ) দুপুরে মূল আয়োজন শুরু হলেও সম্মেলন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীতে পরিপূর্ণ হয়ে যায় বামনা সদর মাদ্রাসার মাঠ ‘সহ আশপাশের এলাকা। দীর্ঘ ৬ বছর পর সম্মেলন হওয়ায় সকলের মধ্যে ছিল উচ্ছ্বাস-আনন্দ।

সম্মেলন উদ্বোধন করেন বরগুনা জেলা যুবলীগের সভাপতি মো: রেজাউল কবির এ্যাটম।

বক্তব্যে তিনি বলেন- তথাকথিত সুশীল একটি মহল নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, সরকারের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে যুবলীগের নেতা-কর্মীদের সর্বোচ্চ ভূমিকা রাখার আহবান জানান নেতারা।

সম্মেলনে কমিটি ঘোষণা করা না হলেও যুবলীগের নেতারা জানান- দ্রুত কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে। ত্যাগ আর পরিচ্ছন্ন- সংগঠন অন্তঃপ্রাণ এবং দলের দূর্দিনে যে সকল মাঠে কাজ করে আসছে সেই সকল কর্মীরাই নেতৃত্বে আসবে।

এ ব্যাপারে একাধিক শীর্ষ নেতারা জানান, দলের জন্য নিবেদিত কর্মী যারা, দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছে এবং সংগঠনকে শক্তিশালী করার কাজে অর্থ ও শ্রম ব্যয় করেছে তাদেরকে এবার মূল্যায়ন করা হবে।

নেতাদের এমন বক্তব্যে স্থানীয় নেতা কর্মীরা মনে করেন, যুবলীগের রাজনীতিতে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে নূরুল হুদা মুনঈম তালুকদার ।
তারা বলেন তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। বিশেষ করে তরুণরা তাকে খুব ভালবাসে, একজন সৎ মানুষ হিসেবে তার কাছে ছোট বড় কোনো ভেদাভেদ নেই।
তার রাজনৈতিক কর্মকান্ড এবং দলের জন্য তার ত্যাগের কারণে এবার এ বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায় সবাই।

বিগত দিনে নূরুল হুদা মুনঈম বামনা উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। তার হাত ধরে বামনা উপজেলা আওয়ামী যুবলীগ একটি স্মার্ট যুবলীগে পরিনত হয়েছে। সম্মেলনে মুনঈন তালুকদারের পক্ষে হাজার নেতা কর্মীরা স্লোগান দেয়, তাদের একটাই দাবী তাকে ভারপ্রাপ্ত নয় সাধারণ সম্পাদক করা হোক।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana