মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
গত শনিবার রাতে মারা যান এইচএসসি পরীক্ষার্থী সালমান রাফির বাবা শফিকুল ইসলাম ওরফে কুদ্দুস (৫০)। আজ রোববার সকালে ছিল সালমানের বাংলা প্রথম পত্র পরীক্ষা। সকালে বাবার লাশ বাড়িতে রেখে ভেজা চোখে পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষা শেষ করে এসে বাবার জানাজায় অংশ নেন সালমান।
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের কেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী সালমান রাফি মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাঁর পরীক্ষাকেন্দ্রে পড়েছে ঝালকাঠি মহিলা কলেজে।
সালমান রাফির বড় চাচা মামুন হাওলাদার প্রথম আলোকে বলেন, তাঁর ছোট ভাই শফিকুল ইসলাম কেওড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ দুপুরে তাঁর ভাই অসুস্থ হয়ে পড়েন। রাতে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামুন হাওলাদার আরও বলেন, তাঁর ভাতিজা সালমান রাফির আজ এইচএসসির প্রথম দিনের পরীক্ষা ছিল। বাবার লাশ বাড়িতে রেখে তিনি পরীক্ষায় অংশ নেন। দুপুরে পরীক্ষা শেষ করে এসে তিনি বাবার জানাজায় অংশ নেন।