শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার তালগাছিয়া মাদরাসায় কাঠালিয়া উপজেলা শাখার এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন তালগাছিয়া দরবার শরীফের পীর সাহেব ও কওমী মাদরাসা ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল্লাহ আশ্রাফী।
এসময় আল্লামা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় উপদেষ্টা কওমী মাদরাসা ঐক্য পরিষদ, আলহাজ্ব মাওলানা সিফাতুল্লাহ সহ সভাপতি বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ, মাওলানা রুহুল আমিন, সেক্রেটারী, বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদ, মাওলানা ছিদ্দিকুর রহমান প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদ কাঠালিয়া, মূফতি ইমাদুল হক আরেফী, উপদেষ্টা বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদ কাঠালিয়া, কৈখালী দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুর জব্বার, মাওলানা মোঃ আল আমিনসহ নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।