সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বর্ণাঢ্য কর্মস‚চি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই মার্চ) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে অলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিআইজি এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অধ্যক্ষ সরকারি বরিশাল কলেজ মোঃ আব্বাস উদ্দিন খান, পলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা শাখা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস প্রমূখ। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার বিতরণ করা হয়।