বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

ফুটবল প্রতিযোগিতায় ‘কাঠালিয়া বিশখালী’ একাদশ চ্যাম্পিয়ন

ফুটবল প্রতিযোগিতায় ‘কাঠালিয়া বিশখালী’ একাদশ চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কঠালিয়ায় ফুটবল প্রতিযোগিতায় ‘কাঠালিয়া বিশখালী’ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কাঠালিয়া বিশখালী একাদশ মুখোমুখি হয় আমুয়া নাসিম স্পোর্টিং ক্লাবের। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে ড্র করে। পরবর্তীতে টাইব্রেকারে ৩-১ গোলে কাঠালিয়া বিশখালি একাদশ জয় লাভ করে।

খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা ইত্তেফাক প্রতিনিধি মো. আবদুল হালিম। সভাপতিত্ব করেন জেলা ক্রিড়া অফিসার মো. হুসাইন আহম্মেদ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana