বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের নৃ’শং’স গণ’হ’ত্যা’র প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কাঠালিয়া সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাঠালিয়া উপজেলা শাখা।
আরও পড়ুন : গাজায় স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করল ইরান
এতে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাওলানা মুহাঃ আল-আমিন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও সিনিয়র উপদেষ্টা মাওলানা মোঃ আমির হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর ঢাকা দক্ষিণ জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাসান, কেএম সোলাইমান আল সাইদ, মাওলানা মোঃ সুলতান আহমেদ, মাওলানা মোঃ নুরুজ্জামান প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মুফতী বিন ইয়ামিন এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের নৃ’শং’স গ’ণ’হ’ত্যা ও হামলার প্রতিবাদ এবং মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানান।