রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় জরিমানার দুই কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর রবি, গ্রামীণফোন ও বাংলালিংক।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবি দুই কোটি ১০ লাখ, গ্রামীণফোন ৫২ লাখ ৫০ হাজার এবং বাংলালিংক ১৫ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করেছে। গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবি পে-অর্ডারের মাধ্যমে জরিমানার এই অর্থ পরিশোধ করে।
অবৈধ ভিওআইপি কার্যক্রমে যুক্ততার অভিযোগে গত ১২ জুন চার মোবাইল অপারেটর- গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে সাড়ে ৭ কোটি টাকা জরিমানা করে বিটিআরসি। ৩০ জুনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
তারা জানায়, দেরিতে হলেও তিন বেসরকারি অপারেটর তাদের জরিমানার অর্থ পরিশোধ করেছে। সরকারি অপারেটর টেলিটক জরিমানার ৫ কোটি টাকা এখনও পরিশোধ করেনি।
উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে একাধিক অভিযানে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় উল্লেখিত চার অপারেটরের ৫২ হাজার ৩৪৪টি সিম জব্দ করে বিটিআরসি। এসব সিমের অবৈধ ব্যবহারের বিপরীতে এই জরিমানা করা হয়।