শনিবার, ১০ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে না দেয়ার সরকারি নির্দেশনার পরও কৌশলে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠছেন চালকরা।

রোববার (২৬ জুন) জনসাধারণের চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়ার পর প্রথম দিনেই বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এর মধ্যে সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর মারা যান দুই যুবক।

এরই প্রেক্ষিতে সোমবার (২৭ জুন) সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে সেতু বিভাগ।

তবে সেতুর জাজিরা প্রান্তে জেনে না জেনে অনেকেই সোমবার সকাল থেকে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে আসছেন। আসার পর পুলিশের বাধায় ফিরে যেতে হচ্ছে তাদের।

অনেকে আবার বিকল্প পন্থায় মোটরসাইকেল নিয়ে পার হচ্ছেন। এদের মধ্যে একজন আবদুর রহমান। তিনি টোল দিতে এসে পুলিশের বাধার মুখে পড়লে ফিরে গিয়ে একটি পিকআপ ভাড়া করেন। ১৩শ’ টাকা ভাড়ায় মোটরসাইকেল পার করে গন্তব্যে পৌঁছান তিনি।

এমন অনেকেই জাজিরা টোল প্লাজায় এসে বিড়ম্বনার শিকার। এদের মধ্যে কেউ জেনেই এসেছেন, কেউবা না জেনে। তাদের হয় ফিরে যেতে হয়েছে, নাহয় পদ্মা পার হতে হয়েছে অন্য কোনো পন্থায়।

জাজিরা প্রান্তে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ জানান, রোববার জারি করা নির্দেশমতে সোমবার সকাল থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পার হতে পারছে না। এ ব্যাপারে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সেনাবাহিনী মাইকিং করে যাত্রীদের সতর্ক করে দিচ্ছেন যাতে যাত্রীরা সেতুতে যানবাহন থামিয়ে ছবি তোলা ও ভিডিও না করে।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য সেতু কর্তৃপক্ষ মোটরসাইকেল চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana