সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
এ বছরের শেষের দিকে আরেকটি নির্বাচন হবে। তা নভেম্বর, ডিসেম্বর অথবা জানুয়ারীতে। তাতে যদি পরিবেশ আসে তাহলে নির্বাচনে অংশ গ্রহণ করবো আর যদি পরিবেশ না পাই তাহলে প্রতিহত করবো। গত নির্বাচনে প্রশাসন আমাদের সাথে বৈষম্যের আচরণ করে কোণ ঠাসা করে রাখছে। আগামী নির্বাচনে আর ছাড় দেয়া হবে না। প্রতি কর্মীকেই জিয়ার সৈনিক হিসেবে শক্তভাবে লড়াই করতে হবে। যুবশক্তিকে সাথে নিয়ে সুন্দরবন পর্যন্ত জয় করা সম্ভব হবে। সবাই সক্রিয় আলোকিত হলে পুরো বরিশাল বিভাগ আলোকিত করতে হবে।
ঝালকাঠি রাজাপুর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম এসব কথা বলেন। শনিবার বিকেল ৪টায় উপজেলার বাইপাস মোড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম নুপুর, সাবেক যুগ্মসম্পাদক ব্যারিস্টার এস মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়ারেচ আলী খান, সরদার এনামুল হক এলিন, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আলম গীয়াস, সাধারন সম্পাদক খন্দকার ওয়াহিদুল ইসলাম বাদল।
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারন সম্পাদক নাসিম আকন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক মামুন অর রশিদ, কৃষকদল সভাপতি মো. তকদির হোসেন, সাধারন সম্পাদক চাষী মো. নান্না খলিফা প্রমূখ।